নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
রাজধানীর বংশাল ও গেন্ডারিয়া এলাকা হতে প্যাথিডিনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -র্যাব-১০ এর আভিযানিক দল। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন নাজিরা বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ২১ পিস প্যাথিডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নূরনবী (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে নগদ- ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ১১ আগস্ট র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন পার গেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৫ পিস প্যাথিডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।