নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোতয়ালীতে লক্ষাধিক টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গতকাল সোমবার (২ মে) সাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাটস্থ বি আই ডব্লিউটি এ ল্যান্ডিং ষ্টেশন এলাকায় একটি অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ১৩২ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ মোঃ জকির হোসেন (৫৬) নামের এক ঔষধ কালোবাজারী চক্রেরসদস্যকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ও নগদ প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।