র্যাব-১০ এর অভিযান :
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকার শ্যামপুর এলাকা থেকে বিভিন্ন সরকারী দপ্তরের জাল সিলসহ সোহেল নামের একজন নকল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি চৌকস টিম।
গত মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে সিপিসি-৩, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইনের তুলাবাগীচা এলাকায় একটি অভিযান চালিয়ে বিআরটিএ সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্স ও লার্নাস পেপার এবং অন্যান্য জাল সনদ তৈরীসহ বিক্রয়কারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল নামের ওই যুবককে আটক করেন। সোহেল (৩৭), রাজধানীর শ্যামপুর মডেল থানার ১২৩, পশ্চিম জুরাইন (তুলাবাগীচা) এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
এসময় তার নিকট থেকে ১০টি বিভিন্ন সরকারী দপ্তরের নকল সিল (যাহাদের গায়ে লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা জেলা সার্কেল (দঃ), লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ ঢাঃ মেঃ ১ মিরপুর ঢাকা, লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা সার্কেল (দঃ), প্রসিকিউশন ইনচার্জ ট্রাফিক পূর্ববিভাগ ডিএমপি ঢাকা, লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা-সার্কেল (দঃ), উল্লেখিত লাইসেন্স এর বিরুদ্ধে কোন মামলা নাই, পরবর্তী যোগদানের তারিখ, শ্যামপুর মডেল থানার জিডি নং….তারিখ…., ডিউটি অফিসার শ্যামপুর থানা ডিএমপি ঢাকা লেখা রয়েছে), ১টি পুরাতন ষ্ট্যাম্প পেড, ৭০ কপি মানি রিসিপ্ট, ৩০টি বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্সের পূরনকৃত আবেদন ফরম, ৫০টি বিআরটিএ এর অস্থায়ী অনুমতিপত্র (অপূরনকৃত), ১০টি বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম (অপূরনকৃত), ১০টি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম (অপূরনকৃত), ৬টি বিআরটিএ এর পুলিশ তদন্ত প্রতিবেদন প্রেরনের আবেদন ফরম, ১৮টি বিআরটিএ এর শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স, ১১টি পূরনকৃত বিআরটিএ এর অস্থায়ী অনুমতিপত্র, ১১টি ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদনের ফরম, ০৫টি বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স, ৫০টি বিআরটিএ এর লার্নার ড্রাইভির্ং লাইসেন্স, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭,০৭০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিআরটিএ সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্স ও লার্নাস পেপার এবং অন্যান্য জাল সনদ প্রস্তুত করে সেগুলো আসল সার্টিফিকেট হিসেবে বিভিন্ন ব্যাক্তির নিকট উচ্চ মুল্য বিক্রি করে আসছিলো। গ্রেফতারকৃত ব্যক্তির বিরদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।