নিজস্ব প্রতিবেদক :রাজনীতির কাক রাই বিএনপির বড় বড় নেতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, রাজনীতির কাক রাই বিএনপির বড় বড় নেতা। জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিভিন্ন দলের নেতাদের নিয়ে বিএনপি গঠন করেছিল।
সাউন্ড গ্রেনেডের আওয়াজে বিএনপি পালিয়েছিল, বিএনপি শুধু সন্ত্রাসী দল নয়, জালিয়াত রাজনৈতিক দল।
আওয়ামী লীগের প্রতিরোধে বিএনপি পালিয়েছে। আবারও গর্ত থেকে বের হতে সুযোগ খুজছে বিএনপি।
নির্বাচিত সরকারকে স্বীকৃতি না দিতে বিএনপি বিভিন্ন এমম্বাসীতে চিঠি দিয়েছে বিএনপি।
সংসদে ৮০ জন ডিম্লোমেট উপস্থিত ছিল, এতে বোঝা যায় শুধু নির্বাচন নয়, সংসদকেও সীকৃতি দিয়েছে সবাই। সরকারের সাথে সবাই কাজ করতে চায়।
জাতিসংঘের সেক্রেটারি অভিনন্দন জানিয়েছে সরকার, তাই তার অধস্তন প্রতিষ্ঠান কি বললো তাতে কিছু যায় আসে না।
টিআইবি আর বিএনপি একই সুরে কথা বলে। রাজনৈতিক উদ্দেশ্যে টিআইবি রিপোর্ট প্রকাশ করে। টিআইবির অভ্যন্তরে দুর্নীতি আছে কিনা তা খুজে দেখতে হবে।