মিঠুন গোস্বামী, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বিনোদপুর এলাকা থেকে মোঃ লিটন শেখ (৩২) কে একশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে ডিবি পুলিশ। সে সদর উপজেলার পশ্চিম ভাবদিয়া এলাকার মোঃ নুর ইসলাম শেখ এর ছেলে।
শুক্রবার (৫ নভেম্বর ) ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।সে মাদক কারবারি।
জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ মিঠু ফকির ও সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর থানাধীন বিনোদপুর সাকিনস্হ জনৈক হাজী সিরাজ খান টাওয়ারের(বিল্ডিং) এর সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার কর হয়। যার আনুমানিক মূল্য ৩০হাজার টাকা।
এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।