বাঙলা প্রতিদিন রিপোর্ট : ফুডি ২০২৪ সালের বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড-এ সেরা রিটেইল স্টার্টআপ (অনারেবল মেনশন) পুরস্কারে সম্মানিত হয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যে ফুডি ৪.৫ লক্ষাধিক ডাউনলোড হয়েছে এবং ৪,০০০ এর বেশি রেস্তোরা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছে।
প্রায় প্রতিটি রেস্তোরাতেই মাসব্যাপী ফুডি প্ল্যাটফর্মে অফার রয়েছে। এছাড়াও দ্রুততম সময়ে খাবার পৌছে দিতে ফুডিতে আছে ২৫০০এরও বেশি রাইডার। ফুড ডেলিভারির পাশাপাশি ফুডিতে ফুল ডেলিভারি, ডাইন-ইন এবং পিক-আপ সেবাও রয়েছে।
উল্লেখ্য যে, এ বছরের ৩ জুলাই অনলাইনে খাবার সরবরাহকারী দেশি প্ল্যাটফরমে ‘ফুডি’র যাত্রা শুরু হয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান ফুডি, দেশে রাইডারভিত্তিক ফুড ডেলিভারি সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়ে ছিলেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
ফুডি রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশি উদ্যোক্তাদের উদ্যোগে ফুডির আত্মপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারি, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছেন এক ঝাঁক শিক্ষিত তরুণ রাইডার। ফুডি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সব জেলা শহরে ধারাবাহিকভাবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।