[ঢাকা, ০৩ অক্টোবর ২০২৩] তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ছাড় এবং ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। নতুন মাস উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করতে এই অফার নিয়ে এসেছে ব্র্যান্ডটি।
রিয়েলমি’র ভক্ত, ব্যবহারকারী ও গ্রাহকরা এই মাস শুরু করতে পারবেন চ্যাম্পিয়ন সব অফারের সাথে। এই অফারের অধীনে গ্রাহকরা রিয়েলমি সি৩০ ফোন কেনার সময় ১ হাজার টাকার ক্যাশব্যাক পাবেন এবং সি৩০এস ফোনে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ছাড়।
রিয়েলমি সি৩০ একটি দুর্দান্ত এন্ট্রি-লেভেল স্মার্টফোন। এই ফোনে আছে ১২এনএম অক্টা কোর প্রসেসর, ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ, ৮.৫ মিলিমিটার আল্ট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রিয়েলমি সি৩০এস ফোনে রয়েছে এই সেগমেন্টের দ্রুততম সাইড-ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুবিশাল ব্যাটারি এবং চ্যাম্পিয়ন স্মার্টফোন অভিজ্ঞতার জন্য খুবই স্লিম ও আল্ট্রা-লাইট বডি।
রিয়েলমি সি৩০ ফোন সম্পর্কে আরও জানতে https://www.realme.com/bd/
এই অফার শুধুমাত্র অফলাইন ক্রয়ের জন্য প্রযোজ্য। তবে ফোনের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যোগ করা হবে। স্টক শেষ হওয়ার আগেই প্রিয় রিয়েলমি ফোন কিনতে আপনার নিকটস্থ আউটলেট ঘুরে আসুন।