বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনে ‘পুরোদমে রুশ আগ্রাসন’ শুরু হয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকা একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘পুতিন এইমাত্র ইউক্রেনে পুরোদমে আগ্রাসী হামলা শুরু করেছেন।’
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।
বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।
যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি।
পুতিন আরও বলেন, ইউক্রেন আর রুশ বাহিনীর মধ্যে সংঘাত ‘অবশ্যম্ভাবী’ ও ‘স্রেফ সময়ের ব্যাপার’।
‘ন্যায়বিচার ও সত্য’ রাশিয়ার পক্ষে রয়েছে দাবি করে তিনি সতর্ক করেন, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো ‘তাৎক্ষণিক’ জবাব দেবে।
পুতিনের এ ঘোষণার পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারাকিভ, দক্ষিণের ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলগরদ-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে বিস্ফোরণের ধরন নিশ্চিত হওয়া যায়নি।