সংগঠনের পক্ষে শোকবার্তায় সভাপতি মর্তুজা হায়দার লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতা ও দৈনিক সংগ্রামের সাংবাদিক রুহুল আমিন গাজী মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউতে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে তার গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের বার্তা সম্পাদক সনৎ নন্দী সোমবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এটিএন নিউজের বার্তা সম্পাদক অঘোর মণ্ডল বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বৃহস্পতিবার রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
দেশের সাংবাদিকতার অঙ্গনের এই তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে আরডিজেএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।