300X70
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৭, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি : দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় আটজন নিহত হ‌য়ে‌ছেন। আজ শুক্রবার (৭ এপ্রিল) দুপু‌রে বান্দরবানের রোয়াংছড়ি উপ‌জেলার খামতাম পাড়া থে‌কে নিহত আটজ‌নের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রুমা-রোয়াংছড়ি সড়কের খামতামপাড়া এলাকায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সকালে আটটি মরদহে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে দুটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে বেশ কিছু এলাকাবাসী পালিয়ে এসে রোয়াংছ‌ড়িতে অবস্থান করছেন। তাদের খাবার দেওয়া হচ্ছে। কোন সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. তা‌রিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ায় কিছু মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। যতটুকু জেনেছি দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। যারা নিহত হয়েছেন তাদের কারো নাম-ঠিকানা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :