300X70
সোমবার , ১ মে ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কমলগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

সংবাদদাতা, মৌলভীবাজার: ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে ছেলে লুকেশ পাশীর দায়ের কোপে বাবা রবি পাশী (৪৯) নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে বাগানের ৭নং লাইনের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রবি পাশী বাঘাছড়া চা বাগানের ৭নং লাইনের শ্রমিক সর্দার ছিলেন।

চা শ্রমিকরা জানান, রোববার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে ছেলে লুকেশ পাশীকে বকাঝকা করেন পিতা রবি পাশী। এ নিয়ে বাপ-বেটার মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে রাতে বসতঘরের খাটে ঘুমিয়ে থাকা পিতা রবি পাশীর গলার বাম পার্শ্বে ধারালো দা দিয়ে কোপ দেয় ছেলে লুকেশ। তা দেখে লুকেশের বোন চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক পুত্র লুকেশকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘাতকপুত্রসহ নিহতের লাশ থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ঘটনাস্থলেই শ্রমিক সর্দার রবি পাশীর মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আজ সোমবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :