নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : -র্যাব-১০ এর অভিযানে মাদকসহ ৫ জন গ্রেপ্তার করেছে। এরমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ ২ জন,
কুমিল্লার কোতয়ালীতে ৯০ বোতল ফেনসিডিল, ১৬০০ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ ২ মাদক জনরক গ্রেফতার । এদিকে ধর্ষণ মামলার পলাতক আসামী মিঠু শেখ (৪০)’কে গ্রেফতার করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ম্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ০৯ (নয়) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হচ্ছে মোঃ রানা (২৮) ও ২। মোঃ বাহার উদ্দিন (২৮) । এসময় তাদের হতে নিকট মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কন্টেইনারসহ লড়ি জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও নগদ- ২,৮৬০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ লড়িসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এদিকে, রাজধানীর কদমতলী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার : গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৬ ফেব্রুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন মুরাদনগর এলাকায় একটি অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ধর্ষণ মামলার ০১ নং পলাতক আসামী ধর্ষক মিঠু শেখ (৪০)’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।
অপরদিকে, কুমিল্লার কোতয়ালীতে ৯০ বোতল ফেনসিডিল, ১৬০০ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ : গত শনিবার (৪ ফেব্রয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় একটি অভিযান চালিয়ে ১১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৯০ বোতল ফেনসিডিল, ১৬০০ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ ইলিয়াছ আলী (৩৮) ও ২। প্রকাশ রায় (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।