নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯২ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ মিরাজ সরদার (৩৮), সুমন (৩৫) ও নুর জামাল (৩৪) নামে ৩ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ৪৭টি জাল নোট, ৫০০ টাকা সমমূল্যের ৯০টি জাল নোট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শ্যামপুরে ১৫০২ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার : গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫০ হাজার ৬শত টাকা মূল্যের ১ হাজার ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুক মিয়া (৩২) ও আমিন (২৮) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও ১ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।