নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটে অত্যাধুনিক শপিং মল “এলিজি স্কাই পার্ক” এর জন্য র্যানকন ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস লিমিটেড এবং এলিজি হোল্ডিংস লিমিটেড ও শামীম কর্পোরেশন এর মধ্যে স্যামসাং ব্র্যান্ডের ৩১০ টন ভি আর এফ এসি সরবরাহ, সংযোজন ও কমিশনিং এর জন্য একটি চুক্তি (গড়ট) স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিজি স্কাই পার্কের চেয়ারম্যান ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক জনাব আলাউদ্দিন আলম ও শামীম কর্পোরেশনের চেয়ারম্যন মোহাম্মদ ইসমাইল এবং র্যানকন ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস লিমিটেডের জেনারেল ম্যানেজার এ বি এম বদিউজ্জামান, সেলস ম্যানেজার ইয়াসির আরাফাত খান, সিনিয়র এক্সিকিউটিভ জনাব ইসতিয়াক মাহমুদসহ আরও অনেকে।