নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
চোলাই মদ, গাঁজা ও জুয়াড়িসহ ১১ জন গ্রেফতার করেছে র্যাব। এরমধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জন, রাজধানীর শ্যামপুরে ৮০ লিটার চোলাই মদসহ ২ জন, রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার হতে ৮ জুয়াড়িকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জুলাই) সকাল ৬ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিন নয়ামাটি এলাকায় একটি অভিযান চালিয়ে ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাজধানীর শ্যামপুরে ৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার-২
গত শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয় ৬ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শহজালাল হক @ সবুজ (২৮) ও হাবিব (২১) নামের ২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, কামরাঙ্গীরচর ও চকবাজারে ৮ জুয়াড়ি গ্রেফতার
গত শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন কোম্পানীঘাট এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে দেলোয়ার হোসেন (৫২), বাবুল (৪৫), খলিলুর রহমান (৫২) ও হানিফ @ বুড্ডা (৪০)। এসময় তাদের নিকট থেকে ১০৪ পিস তাস, ১টি খাতা, ৪ টি মোবাইল ফোন ও নগদ- ৫ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত সোয়া ৯ টার দিকে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন ৩০নং দ্বেবীদাসঘাট লেন এলাকায় জুয়ার আসর হতে আরো ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে আলাউদ্দিন (৬০), জাহাঙ্গীর (৪০), বাবুল হোসেন (৪৫) ও ইউসুফ (৪০)।
এসময় ৫৪ পিস তাস, ৫টি মোবাইল ফোন ও নগদ- ২৭ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।