নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি আভিযানি দল।
গত বৃহস্পতিবার সোয়া তিন টার সিপিসি-২, র্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আঃ আজিজ নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। আঃ আজিজ (২৯), পিতা- মোঃ হানিফ, সাং- আব্দুল্লাহপুর মধ্যপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলার বাসিন্দা। এসময় ২টি মোবাইল ও নগদ- ৩৪০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।