নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা এলিট ফোর্স র্যাবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি র্যাবের চলমান আভিযানিক কর্মকান্ডেরই একটি অংশ।
দেশের মাদক কবলিত এলাকা সমূহে র্যাব এর অভিযানের ফলে জনগণ শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠার পর হতে অধ্যবধি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং মাদক প্রবণ এলাকায় সমূহে নিরলস অভিযান চলমান রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান ১১ নারী ও ১৪ পুরুষসহ মোট ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগশাজসে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।