সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় নুরুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের কোম্পানির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার চর লরেন্স এলাকার মৃত হাফিজ উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় রামগতি থেকে ছেড়ে আসা হিমাচল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস নুরুল ইসলামকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলনগর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।