এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে- ট্রাক – সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংষর্ঘে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২জন।
শুক্রবার (০৬ জুন) আনুমানিক রাত ১১ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কাকিনা চাপারতল কবি শেখ ফজলল করিম স্মৃতিফলক এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় গুরুতর অবস্থায় আরও দুইজনকে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বেলতলি রহমতপাড়া গ্রামের আঃ গফুরের পুত্র রফিকুল ইসলাম (৪০) অপরজন একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের পুত্র মিজানুর রহমান (৩৫)।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় এনেছি। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল সকালে সদর হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।