প্রতিনিধি, লালমনিরহাট: এ্যাথলেটিকস খেলাকে তৃনমুল পর্যায়ে পৌছে দেয়া ও গ্রামেগঞ্জে ছড়িয়ে দেয়ার লক্ষে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেন এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক।
দুপুরে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আবু আহাদ খন্দকার লেলিনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোহসিনা বেগম মিনা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, এ্যাথলেটিকস কাউন্সিলর ও সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সদস্য আরশাদ আলী, একেএম কামরুজ্জামান, বীথি রানী রায়, আবু সায়েম প্রমুখ। এসময় এ্যাথলেটিকসের জাতীয় কোচ মোর্ত্তজা ইকবাল নুরী, এ্যাথলেটিকস ফেডারেশনের প্রধান সহকারী মো: তালহা সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক জাতীয় এ্যাথলেট খেলোয়াড় আশেয়া সিদ্দিকা কেয়াকে আর্থিক সহায়তা প্রদান করেন ফেডারেশনের সাধারন সম্পাদক।