300X70
শুক্রবার , ১৭ জুন ২০২২ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শনিবার ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাচন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৭, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ই-ক্যাবের নির্বাচন জরীপে এগিয়ে আছে চেঞ্জমেকার্স প্যানেল আগামীকাল শনিবার রাজধানীর সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য নির্বাচনে এগিয়ে আছে চেঞ্জমেকার্স প্যানেল।

মোট ৭৯৫ জন ভোটার ভোট দেবেন এই নির্বাচনে। এই নির্বাচনে মোট তিনটি প্যানেলে ২৭ জন এবং স্বতন্ত্র হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন ৯ জন প্রার্থী।

নির্বাচনের ইশতেহার প্রকাশের পর থেকেই ফেসবুক ভিত্তিক “ই-ক্যাব ইলেকসান” পেজ থেকে এই নির্বাচনের বিভিন্ন তথ্য প্রচারের পাশাপাশি সকল প্যানেলের নির্বাচনী কার্যক্রম একই প্লাটফর্ম থেকে দেখার সুবিধা করে দিয়েছে এই পেজ। পাশাপাশি তারা একটি জরীপেরও আয়োজন করেছে।

সেই জরীপে “ই-ক্যাব নির্বাচন ২০২২ ভোট দেবেন কোন প্যানেলকে” প্রশ্ন করা হয় ভোটারদের। সেখানে চেঞ্জমেকার্স, অগ্রগামী, ঐক্য, স্বতন্ত্র এবং মিক্সড প্যানেল অপসন রাখা হয়। এখন পর্যন্ত মোট ২১২ জন সেই পোলে উত্তর দিয়েছেন। প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে, ৩৯.২% সমর্থন নিয়ে অনেক এগিয়ে আছে চালডাল ডট কম এর প্রধান নির্বাহী ওয়াসিম আলীমের নেতৃত্বাধীন প্যানেল ’দ্যা চেঞ্জমেকার্স’।

২০.৮% জনমত নিয়ে যৌথভাবে ২য় অবস্থানে আছে ‘স্বতন্ত্র’ প্রার্থীরা এবং শমী কায়সারের নেতৃত্বে থাকা ‘অগ্রগামী’ প্যানেল। ৩য় স্থানে ‘ঐক্য প্যানেল’ এবং সর্বশেষে রয়েছে মিক্সড প্যানেল অর্থাৎ যারা কোন একটি প্যানেলকেই সকল ভোট দেবেন না।

নির্বাচন বিশ্লেষকদের মতে, বিগত নেতৃত্ব ভাল কিছু কাজ করলেও নানান সমালোচনাযোগ্য উদ্যোগের জন্যে মূলধারার ই-কমার্স ব্যবসায়ীদের নেতৃত্ব চায় বেশীর ভাগ সদস্যরা। তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে এবং এগিয়ে আছে ‘দ্যা চেঞ্জমেকার্স’।

উল্লেখ্য, ফাউন্ডিং প্রেসিডেন্ট রাজীব আহমেদকে নিয়ে ২০১৪ সালে শুরু হওয়া ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর এটাই প্রথম নির্বাচন যেখানে সকল ভোটার তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন। নির্বাচিত ইসি কমিটির মেয়াদ দুই বছর। এই ভোট নিয়ে ইতোঃমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :