নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে অন্যতম হলো এলাকাভিত্তিক লোডশেডিং। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে এই লোডশেডিং শুরু হয়েছে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় শনিবারও লোডশেডিং হবে। কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।