নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখরা থেকে কিশোর গ্যাং রক কিং গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করছে এলিট ফোর্স র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে – ইমন আহম্মেদ শুভ (২০), মোঃ সুমন মিয়া (১৮), আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১), অন্তর হোসেন মোল্লা (২২), ও নাজমুল হাসান ওরফে সৈকত (২০)।
এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি সুইচ গিয়ার চাকু, ২ টি স্টীলের ব্যাটন, ৩ টি মেটাল চেইন এবং ৫ টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৩) এর অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) বীণা রাণী দাস, পিপিএম (সেবা) আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ মে ২০২১ সন্ধা সাড়ে ৭ টার দিকে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর জয় কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতি রোধ করে কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা গাড়ীর চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে শারীরিকভাবে আক্রমনের জন্য উদ্ধত হয় এবং গাড়ীতে আঘাত করে।
এ সময় উক্ত গাড়ীতে এক জন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। পরে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। পরবতী’তে র্যাব ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।
গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব জানতে পারে , এ কিশোররা রক কিং কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
র্যাব -৩ সূএে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সোমবার রাত ১১ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থানার শনির আখড়া, গোবিন্দপুরস্থ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ কিশোর গ্যাং রক কিং গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে – ইমন আহম্মেদ শুভ (২০), জেলা-ঢাকা, মোঃ সুমন মিয়া (১৮), জেলা-ঢাকা, আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১), জেলা-শরীয়তপুর, অন্তর হোসেন মোল্লা (২২), জেলা-ঢাকা, নাজমুল হাসান ওরফে সৈকত (২০),জেলা-নোয়াখালী।
গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি সুইচ গিয়ার চাকু, ২ টি স্টীলের ব্যাটন, ৩ টি মেটাল চেইন এবং ৫ টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানান, গ্রেফতারকৃত অন্তর হোসেন মোল্লার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার মামলা নং-৩৪(১) ২১, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড আদালতে বিচারাধীন আছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।