শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নতুন করে এক ওসিসহ ১২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২১৫ জন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে একজন মারা গেছেন আর সুস্থ হয়েছেন ২০২ জন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন থানা, ডিবি পুলিশ ও পুলিশ লাইনসের ১২ সদস্য করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে একজন ওসি, একজন এসআই, একজন এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও নয়জন পুরুষ সদস্য আছেন। আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গত বছর আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাজিরা থানার এসআই শওকত।