সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা শাহ্ আমানত বিমানবন্দর সার্কেল মদ, সিগারেট এবং ১ কেজি স্বর্ণসহ তাকে আটক করে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির মিজানুর রহমান নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।