সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পর তল্লাশি করা হয়। এ সময় বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসব বারের ওজন প্রায় ১০ কেজি; যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।