সংবাদদাতা, কুড়িগ্রাম: পেটানোর ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সেই প্রধান শিক্ষক নুরুন্নবী। একই অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রোকনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোকনকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেন।
এরআগে রোকন ও আসাদুল ইসলামের নামসহ আরও অজ্ঞাত ১২ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় মামলা করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপ কুমার সরকার মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নুরুন্নবীর দায়ের করা মামলায় রোকনসহ অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন কর্তৃক উপজেলার ফুলকারচর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে শারীরিকভাবে লাঞ্চিত করায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ণ হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের নির্দেশে রোকনকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের পদসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হলো।
তিনি আরও জানান, রোকন যেটা করেছে সেটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বিষয়টি উপজেলা আ.লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে মো. জাকির হোসেনকে অবগত করা হয়েছে। তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ জানুয়ারি বিকেলে নুরুন্নবী উপজেলা মাধ্যমিক অফিসে কাজ শেষে বের হলে রোকনুজ্জামান ও আসাদুল ইসলামসহ ১০-১২ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী পলি বাস কাউন্টারে যায়। সেখানে একদফা নির্যাতনের পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার কক্ষে নিয়ে আরেক দফা নির্যাতন করেন।
সিসি ক্যামেরায় ধারণ করা এ দৃশ্য ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শুরু হয় সমালোচনা। এ ঘটনায় আসাদুল ইসলাম ও রোকনের নামে থানায় অভিযোগ করেন প্রধান শিক্ষক নুরুন্নবী।