300X70
বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হতে পারেন সে লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২১, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
শিক্ষার্থীরা যেন নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে। ’

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে ভার্চুয়াল প্লাটফর্মে এই অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আপনারা এই কোভিডের সময়ে অনলাইনে এবং সামনা সামনি ক্লাস শুরু করতে যাচ্ছেন। এখন অনেক চ্যালেঞ্জ। আপনাদের অনেক নতুন স্বপ্ন রয়েছে। আপনাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। সে জন্যে সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে আছে।

আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা এবং পরামর্শে আপনাদের জন্য অনার্স ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছি, যাতে আপনারা নানারকম দক্ষতা নিয়ে গড়ে উঠতে পারেন। দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন। নিজেরা উদ্যোক্তা হতে পারেন কিংবা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে নানা সুযোগ তৈরি হয় সেটি গ্রহণ করতে পারেন।

আশা করছি এর মধ্যদিয়ে আপনাদের সেই স্বপ্নগুলো পুরণ হবে। আপনারা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হবেন। দক্ষ মানবসম্পদে পরিণত হবেন। এই দেশটিকে নিয়ে যে অভিষ্ট্য লক্ষ্য- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা রূপান্তরে আপনারা অবদান রাখবেন। আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ এগিয়ে যাবে এই আশাবাদ রইল।’

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানাই। নবীন শিক্ষার্থী হিসেবে যারা স্ব স্ব কলেজ প্রাঙ্গণে ক্লাশ শুরু করতে যাচ্ছে, তাদের সবাইকে আমি শুরুতেই আহবান জানাবো যেন নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস গড়ে তোলো হয়।

শিক্ষকদের সঙ্গে শ্রেণিকক্ষে, অনলাইনে সর্বত্র প্রশ্ন করার অভ্যাস যেমন গড়ে তুলবে, একইসঙ্গে নিজেদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে পারলে আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিশ্ব মানবসম্পদে পরিণত হবে, দক্ষ জনশক্তি হবে, একইসঙ্গে দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে পারবে’

শিক্ষার্থীদের রাষ্ট্র সৃষ্টির বিপ্লব সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে উপাচার্য বলেন, ‘তোমাদের মধ্যে ইতিহাস চেতনা থাকতে হবে। একইসঙ্গে আশা করবো এই প্রজন্ম সমসাময়িক বিশ্ব সম্পর্কে সব রকমের ধারণা নিয়ে একটি সঠিক ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মনিয়োগ করবে। আমাদের বিজ্ঞান ভাবনা, অসাম্প্রদায়িক সমাজ, আমাদের ধর্মনিরপেক্ষ সমাজ, গণতান্ত্রিক সমাজ- এই যে অভিষ্ঠ্য লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের নবীন প্রজন্ম নিজেদের তৈরি করবে। আমি এই বিশেষ দিনে আহŸান জানাবো- তোমরা নিজেদের প্রস্তুত করে যেন দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠো।’

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

অসচ্ছল শিল্পীদেরকে প্রদত্ত অনুদানের ৫% প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

‍‍‍জাতিসংঘ সঠিকভাবে কাজ করতে পারলে সারাবিশ্বে শান্তি বিরাজ করতো : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নানা আয়োজনে বাকৃবিতে পরিবেশ দিবস পালিত

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি : ডা. দীপু মনি

বঙ্গোপসাগর থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার

এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন

নির্বাচন কমিশন: যুক্তরাজ্য ও সৌদিপ্রবাসীদের নির্বাচনের আগে ভোটার করবে ইসি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন আইসিটি মন্ত্রী

ইংরেজী ভাষায় লিখা নামফলকের স্থলে বাংলা ভাষায় নামফলক প্রতিস্থাপন করতে হবে

ব্রেকিং নিউজ :