300X70
মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিক্ষার গুণগতমান নিশ্চিতে গবেষণার বিকল্প নেই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১২, ২০২২ ১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গবেষণার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘নতুন নতুন গবেষণার মধ্যদিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে গবেষণার বিকল্প নেই।’

সোমবার (১১ এপ্রিল) বিকেলে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর অধীন জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ২২তম ব্যাচের আইসিটি ওয়ার্কশপে এসব কথা বলেন উপাচার্য।

কলেজ শিক্ষকদের নতুন নতুন গবেষণার আহবান জানিয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিতে হলে শিক্ষকদের গবেষণায় আগ্রহী হতে হবে। নতুন নতুন গবেষণা করতে হবে। গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তহবিল সৃষ্টি করেছে। এই গবেষণা তহবিলে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অধিভুক্ত কলেজ শিক্ষকরা গবেষণায় সমানভাবে অংশ নিতে পারেন। আগামী অর্থবছরে এই তহবিলে বরাদ্দ আরও বাড়ানো হবে।

এতে করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকরা গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ পাবেন। আমাদের সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও শিক্ষকরা যদি ভালো গবেষণা প্রস্তাব নিয়ে আসতে পারেন, তাহলে আমরা সেখানে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে সেই গবেষণাকে উৎসাহী করবো।

আমরা ভালোমানের গবেষণা করতে চাই। এর মধ্যদিয়ে শিক্ষকরা একসঙ্গে শিক্ষকতা এবং গবেষণা- এই দু’টির বিকাশে মনোনিবেশ করতে পারবেন। যার মধ্যদিয়ে শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে।’

ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন আখতার, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাররাত জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈলী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মাহমুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :