300X70
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মর্যাদায় পৌঁছাতে পারবো : বাউবি উপাচার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩১, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নিজের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটানোর তাগিদ দেন দিয়ে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণে উন্নয়নের যে রূপরেখা দিয়েছিলেন, দীর্ঘ ৪ দশক পর জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০’-এ তা হুবহু প্রতিফলিত হয়েছে। জাতির পিতার ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের বর্তমান সরকারের গৃহিত মহাপরিকল্পনা জাতিসংঘ ঘোষিত ‘বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০’-এ অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ ক্যাম্পাসের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ইন্সটিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মর্যাদায় পৌঁছাতে পারবো। কর্মমূখী শিক্ষায় জ্ঞান সৃজনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করতে পারবো বলে আমাদের বিশ্বাস।

সরকারের হাতে নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবনের গতি আরও বাড়বে, উর্ধ্বমুখী হবে আমাদের জিডিপি বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক ও সেমিনারের রিসোর্সপার্সন মো. আখতার হোসেন।

জীবন মানোন্নয়নে বিদেশি ভাষা ও কারিগরী শিক্ষার বিকল্প নেই। এই দুটো জানা থাকলে আমরা প্রবাস থেকে আরো রেমিটেন্স অর্জনে সক্ষম হব। এসডিজি বাস্তবায়নের মাধ্যমেই মানব কল্যাণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে সরকার।

সেমিনারে অন্য রির্সোসপার্সন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা ও একাডেমিক মাস্টার প্লান সম্পর্কে সরকারের গৃহীত পরিকল্পনা এবং শিক্ষাসহ নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোকপাত করেন। শিক্ষাক্ষেত্রে স্মার্টনেস আনতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং স্মার্ট শিক্ষানীতি নিয়ে কাজ চলমান বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালা সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। সেমিনারে ধনবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। সেমিনার সঞ্চালনা করেন একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং লাইবে্িরর এন্ড ডকুমেন্টশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীতা মোরশেদ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে আগুনে দগ্ধ মানুষের জন্য বার্ন ইউনিট হচ্ছে

ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাষ্ট্রে

দুর্যোগে মানুষের পাশে নেই বিএনপি, শুধু বাগাড়ম্বর : তথ্যমন্ত্রী

কন্যা সন্তান জন্ম দেয়ায় স্বামীর বাড়িতে স্থান পায়নি রোকসানা!

ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি পেলেন জাগো ফাউন্ডেশনের স্কুলের শিক্ষার্থী তামান্না

গাইবান্ধা-৪ আসনে নৌকা হারালেন এমপি মনোয়ার হোসেন

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অভূতপূর্ব সাফল্য

জনতা ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জিএম কাদেরের

মাঙ্কিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকুন

ব্রেকিং নিউজ :