নিজস্ব প্রতিবেদক :“শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে’ গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ১৪০ টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪ জেলায় ১-১২ অক্টোবর ২০২৩ পর্যন্ত ‘গণজাগরণের পালাগান উৎসব ২০২৩ আয়োজন করেছে। এর মধ্যে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১-৫ অক্টোবর চলে এ আয়োজন। ১-৫ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবের আজ সমাপনী দিন। আজকের আসর বসেছে একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬.০০ টায়। ‘নারী-পুরুষ’ পালাটির পরিবেশনায় ছিলেন আলেয়া বেগম ও আক্কাস দেওয়ান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী্
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী পান “কিং অব দ্যা আর্ট’ উপাধি। আয়োজনের প্রশংসা করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এ উপাধিতে ভুষিত করেন।