বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশবরেণ্য ব্যক্তিত্বের বিচার ও মূল্যায়নের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের অডিশন কার্যক্রম। গত নভেম্বর’২৩ এ শিশু শ্রেণির কন্ঠস্বর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে মার্চ’২৪ -এ আধুনিক গানের কন্ঠস্বর পরীক্ষার মাধ্যমে শেষ হয় এ বিচার কার্যক্রম।
বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে এই প্রথম দেশের প্রথিতযশা গুণীজন/ ওস্তাদ শিল্পীগণ এই বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা এবং ঘোষণা বিষয়ে বিচার কার্যক্রমে অংশ নিয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত আশরাফুল আলম, নাট্য বিষয়ে বিশিষ্ট নাট্যজন একুশে পদকপ্রাপ্ত খায়রুল আলম সবুজ ও সোলাইমান খোকা।
সঙ্গীতের বিভিন্ন বিভাগের মধ্যে রবীন্দ্র সঙ্গীতে অধ্যাপক লিলি ইসলাম ও অধ্যাপক সাধন ঘোষ; লোকসঙ্গীতে কালজয়ী গান ” যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই” – এর সুরকার ও মূল শিল্পী মলয় কুমার গাঙ্গুলি এবং আকরামুল ইসলাম। উচ্চাঙ্গসংগীত ও নজরুল সঙ্গীতে ওস্তাদ ইয়াকুব আলী খান এবং বাংলাদেশ বেতার রংপুর অঞ্চলের সঙ্গীতজ্ঞ তমাল লাহিড়ী ; আধুনিক গানে একুশে পদকপ্রাপ্ত ও জননন্দিত সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। প্রসঙ্গত উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশ বেতারে সঙ্গীতের বিভিন্ন বিভাগে অডিশন কার্যক্রম পৃথক পৃথক অডিশন বোর্ডের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।