সংবাদদাতা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদরে মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে এক ব্যক্তিকে। মুখ্য বিচারিক আদালতে বুধবার বিকেলে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্তের নাম মকছেদুল ইসলাম। ৩৮ বছরের মকছেদুলের বাড়ি সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকায়। বুধবার দুপুরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
এসব নিশ্চিত করছেন সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
মামলার বরাতে তিনি জানান, দৌলতপুরে মকছেদুলের শ্বশুরবাড়ি। ৪ জানুয়ারি তিনি সেখানে বেড়াতে আসেন। বিকেলে পাশের বাড়ির ওই যুবতীকে তার ঘরে একা পেয়ে ধর্ষণ করেন মকছেদুল। যুবতীর চিৎকারে স্থানীয়রা মকছেদুলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বুধবার সকালে যুবতীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।