নিজস্ব প্রতিবেদক : এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড সহ সংসংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অসাধারণ নৈপুণ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় গৌরবোজ্জল অধ্যায়ে সূচনা। তিনি আশা প্রকাশ করেন বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই নৈপুণ্য অব্যাহত থাকবে। আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশ দল চমকে দেবে বিশ্বকে।
এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।