নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সমুদ্র সম্পদ দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার চায় সমুদ্রের সম্ভাবনা আর্থসামাজিক উন্নয়নে কাজ লাগাতে। এর আগে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া- কেউই সমুদ্রসীমা অর্জনের কোনো কাজ করেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ‘উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ’। আমরা সেটা গড়ে তুলবো। সেই লক্ষ্য নিয়ে ২০৪১ পরিকল্পনা প্রণয়ন করেছি। ”
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে কোস্টগার্ডকে উপযুক্ত করে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী।