নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার . জাহাঙ্গীর আলম খান এতথ্য জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক আবুল বাশার নুরু বঙ্গবন্ধুর আদর্শের এক নিবেদিত সৈনিক ছিলেন। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর দক্ষিণ খান নিজ বাসায় সাংবাদিক আবুল বাসার নুরু শ্বাসকষ্ট শুরু হলে উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ টার দিকে সে মারা যায়।