ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন২৪.কম : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) অন্যতম সদস্য ও দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিবেদক মো. তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবিব নাহিদকে (২৫) র্যাব-৮ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে আরডিজেএ নেতৃবৃন্দ।
রোববার সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
সংগঠনের সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান।
নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালের ১৫ জুন মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এটি শুধু রহস্যজনকই নয়, হাস্যকরও বটে। পিতার সাংবাদিকতার কারনেই তাকে গ্রেফতার ও তার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। কারন, মামলাটি মাদারীপুরে, অথচ সেখানে আহসান হাবিব কখনও যাননি।
আরডিজেএ নেতারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী যখন গণমাধ্যমের অবাধ স্বাধীনতার কথা বলছেন, তখন একটি চক্র সরকারকে বিতর্কিত করতে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে সুকৌশলে মিথ্যা মামলা দিচ্ছে।
সাংবাদিক নেতারা এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করেন। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া সাংবাদিক পুত্রের মুক্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]