নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মলয় কুমার দত্ত’র বাবা মহিম রঞ্জন দত্ত পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
আজ শনিবার (১ এপ্রিল ২০২৩) এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কুষ্টিয়া সদরের নিজ বাড়িতে আজ শনিবার বিকেলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিম রঞ্জন দত্ত। ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
কুষ্টিয়ায় নিজ গ্রামের শ্বশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে।