সাউথইস্ট এশিয়াতে করোনা মোকাবেলায় বাংলাদেশ ১ম হয়েছে জানিয় স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্ব প্রশংসা পেয়েছে।
আজ বুধবার সকালে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন করেছি। ফিল্ড হাসপাতাল করেছি। ৩১ কোটি ভ্যাক্সনিন আছে। প্রয়োজনের তুলনায় ৩ কোটি ভ্যাক্সিন বেশি আছে। প্রতিটি ওয়ার্ডে ভ্যাক্সিন দেয়া হবে। মে-জুনের মধ্যে সবাইকে ভ্যাক্সিন দেয়া হবে। বুস্টারসহ ২৮ কোটি ভ্যাক্সিন লাগবে।
শুধু ভ্যাকসিন অমিক্রণ ঠেকাবে না, আমাদের স্বাস্থ্যবিধি মানলে অমিক্রণ ছড়াবে না। তাই সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানাই।
নিবন্ধ সংক্রান্ত জটিলতার কারনে সমস্যা হচ্ছে বুস্টার নেয়াদের। এস এম এস পেলে আসবেন সবাই বুস্টার পাবেন