নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইইউ’র স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সাইন্সেস এর ডিন অধ্যাপক ড. এম এ হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও অনলাইনে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।