নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রয়াসে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উত্তরা শাখা এখন আরো বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। আরহামস, প্লট- ৭৯, সেক্টর-৭, ঢাকা-ময়মনসিংহ মেইন রোড, উত্তরা কমার্শিয়াল এরিয়া, ঢাকায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত উত্তরা শাখা’র কার্যক্রম উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপার্সন দুলুমা আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত উত্তরা শাখা’র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান; সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন; সাউথইস্ট ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান এবং সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার মিসেস ফারজানা আজিম উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই শাখা হতে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ প্রদান করা হবে।