নিজস্ব প্রতিবেদকঃ নতুন করে আন্দোলনে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধে একদফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়সহ মিরপুর সড়কে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেওয়া হচ্ছে সনাতনি পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনো তাদের বাঁকা চোখে দেখা হয়।
আজকের আন্দোলনে এক দফা প্রসঙ্গে জানা যায়, স্নাতক-স্নাতকোত্তরে সিজিপিএ শর্ত শিথিল করে শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে।
এর আগে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সেখানে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে তাদের উত্থাপিত দাবিগুলোকে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের দাবির সঠিক মূল্যায়ন না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।