সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে আহত বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়াতে সব সময়েই সহযোগীতার হাত বাড়িয়ে দেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
এরই অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম ধাপেরহাট এলাকায় অবরোধ কর্মসূচি পালনকালে গুরুতর আহত হন। পরে সামিউল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসেবায় পাশে দাঁড়াতে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে গিয়ে গুরুতর আহত সামিউল ইসলামের পরিবারের কাছে নগদ অর্থ তুলেন দেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
স্থানীয় বিএনপির কর্মীরা জানান, তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে ধাপেরহাটে যান সামিউল। এসময় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে তিনদিন ব্যাপী ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাদুল্লাপুরের নলডাঙ্গা এলাকায় রেলপথে কর্মসূচি পালন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন, খবর পেয়ে আহত সামিউলের খোঁজখবর নেওয়া হয়। সেই সঙ্গে তার চিকিৎসার জন্য পরিবারকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছি।
এই ত্যাগী নেতা রফিক বলেন, জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার নামই রাজনীতি। সকলের ভালবাসা ও দোয়ায় মানুষের সেবায় কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনেও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সকলকে পাশে চাই এবং সকলের দোয়ার প্রত্যাশা করছি।