নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: অপরাধীদের ঠাঁই দেয়া আমেরিকা র্যাবের সাফল্যে ঈর্ষান্নিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছে কি-না এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার এলিট ফোর্সস র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের দেশের কোন বাহিনীর সদস্য অপরাধ করলে শাস্তি দেয় না তাদের র্যাবের মত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে সফল একটি বাহিনীকে নিষেধাজ্ঞা দেয়া গর্হিত কাজ।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্সস র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় র্যাবের বিশেষ ভূমিকা রয়েছে। এই ধারা ব্যাহত রাখতে হবে।
মাদকের বিরুদ্ধে র্যাবের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী শক্তি র্যাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশীদের কাছে এই বাহিনীর সুনাম ক্ষুন্ন করেছে।
তিনি আরও বলেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে বাংলাদেশই যে কোন অপরাধে বাহিনীর সদস্যদেরও শান্তি নিশ্চিত করা হয়।
পরে র্যাবের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।