নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: লড়াইরত দুরন্ত ষাঁড়ের পায়ে পিষ্ট হয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কক্সবাজার-৪ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
আজ রোববার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয় ২ যুবক ষাঁড়ের এই লড়াইয়ের আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। সেসময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সেসময় ষাঁড়ের পায়ে পিষ্ট হয়ে তিনি মোটামুটি আহত হন, তবে আশঙ্কামুক্ত। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।’