নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর মিরপুরের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব মতিউর রহমান মাইকেলের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার (১৩ জুন) পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে তার পরিবারবর্গ কাফরুল থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়।