নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : পরিবেশ দূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১ মার্চ) ঢাকা জেলার সাভারের ট্যানারীতে ৭ টি প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহযোগিতায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিবেশ দূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।