300X70
মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাভারে ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২০, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

এস এম মনিরুল ইসলাম, সাভার : সাভারে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন (২৯) নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপিসহ (৬৭) আওয়ামী লীগের ৩২১ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার (১৯ আগষ্ট) রাতে নিহত শিক্ষার্থীর বাবা মো. আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।

তবে বাদী মো. আলমগীর এই প্রতিবেদককে বলেন, “মামলায় উল্লেখিত আসামিদের আমি চিনি না। আমি লোকমুখে শুনে আসামিদের বিরুদ্ধে মামলা করেছি।”

লিখিত অভিযোগে বলা হয়, নিহত সাজ্জাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাটোয়ারী পাড়ায়। সাজ্জাদসহ তাঁর পরিবার সাভারের কলমায় দক্ষিণ আউকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তিনি রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ছাড়াও সাভার পৌর মেয়র হাজী আবদুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম মানিক মোল্লা; মো. নুরে আলম সিদ্দিকী, রমজান আলী, মশিউর রহমান সম্রাট, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান (জি এস মিজান), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল, বিরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে বাসা থেকে বের হয়ে সাভার বাসস্ট্যান্ডে যান সাজ্জাদ। ওই দিন বিকেল চারটার দিকে ছেলের গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পান আলমগীর। সাজ্জাদ গুলিবিদ্ধ অবস্থায় সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই) চিকিৎসাধীন বলে জানতে পারেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, যাঁদের মামলায় আসামি করা হয়েছে, তাঁরা সাজ্জাদকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তাঁর মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, আলমগীরের সঙ্গে অনেক লোকজন ছিলেন যারা নিজেদের আত্মীয়স্বজন বলে পরিচয় দিয়েছেন। আলমগীর নিজেই এজাহারের কপিতে স্বাক্ষর করেছেন। তিনি আসামিদের চেনেন না এমন বিষয় আমাদের তো জানাননি। আমরা ওনার সঙ্গে নিজ থেকেই যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখব এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনিয়ন ব্যাংকের আঞ্চলিক ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.)-র বর্ণাঢ্য শোভাযাত্রা

মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্পের সামগ্রিক সমন্বয়হীনতা কারণেই গুচ্ছাকারে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে : মেয়র তাপস

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

মমতা জিতবেন ৫০ হাজার ‌ভোটে, দাবি বিজেপি নেতার

সচিবালয়ের নিরাপত্তা জোরদার

রাণীশংকৈলে গরুর লাম্পি স্কিন রোগের প্রকোপ বাড়ছে

বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ