নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, কারখানায় আগুন ও যানবাহনসহ বিভিন্ন ভাবে আগুনে দগ্ধ হচ্ছে মানুষ। কিন্তু জেলা শহরগুলােয় পােড়া রােগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় অধিকাংশ মানুষ ঢাকায় আসছেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রােগীদের চাপ বাড়ছে। পােড়া রােগীর চাপ কমানাে এবং রােগীদের সহজেই চিকিৎসার ব্যবস্থা করতে সারাদেশে জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।
আগুনে দগ্ধ রােগীর দ্রুত চিকিৎসা প্রয়ােজন। কিন্তু দেশের বড় হাসপাতালের বার্ন ইউনিটগুলাের। শয্যাসংখ্যা কম। ফলে দগ্ধ রােগীদের ঢাকায় পাঠানাে হচ্ছে। তাই দ্রুত চিকিৎসা হচ্ছে না। সময়ক্ষেপণের কারণে রােগীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এসব কারণে প্রতিটি জেলা সদরে। বার্ন ইউনিট স্থাপন করবে সরকার। বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
জাহিদ মালেক বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ ক্যাশ রিওয়ার্ড মােতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনা শর্ত মেলা সময়ােপযােগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০১৯ শীর্ষক একটি যুগােপযােগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।
শিগগিরই ওই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমােদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমােদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন। শূন্যপদ পূরণের কার্যক্রম চলছে।