বাঙলা প্রতিদিন: পহেলা মার্চ থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য ৬ মার্চে ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ১০ মার্চ ঢাকায় গোলটেবিল বৈঠক ও ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।
সংবাদ সম্প্রসারন
এদিন রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢাকায় শত শত ছাত্র যুবক, শ্রমিক জনতা দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া, ৭ মার্চের জনসভা ঘিরে সব ধরণের প্রস্তুতি নিতে থাকে আওয়ামী লীগ ও ছাত্র সংগঠনগুলো।
ইয়াহিয়া খান তার ভাষণে আর কোন অরাজকতা সহ্য করা হবে না বলে আন্দোলনকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। তবে বঙ্গবন্ধু স্পষ্ট জানিয়ে দেন শহিদের রক্তের ওপর দিয়ে তিনি কোন আলোচনায় যোগ দেবেন না।
ইয়াহিয়ার এ ঘোষণায় গোটা জাতি বিক্ষোভে ফেটে পড়ে। রাজশাহী এবং খুলনায় মিছিলকারীদের ওপর সশস্ত্র বাহিনীর গুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটে। সান্ধ্য আইন অব্যাহত থাকে। পরিস্থিতি বেগতিক দেখে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেবার ঘোষণা দিতে বাধ্য হয় ইয়াহিয়া সরকার।